আর্চারিতে শেষ আটের লড়াইয়ে হারলেন রোমান

এশিয়ান গেমসের আর্চারির ছেলেদের ব্যক্তিগত রিকার্ভের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে হেরে গেছেন বাংলাদেশের রোমান সানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 01:06 PM
Updated : 23 August 2018, 04:08 PM

জিবিকে আর্চারি ফিল্ডে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রতিযোগীকে ৬-২ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোতে উঠেন রোমান। আরেক আর্চার ইব্রাহিম শেখ শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে চীনের প্রতিপক্ষের কাছে ৬-২ পয়েন্টে হারেন।

কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক প্রতিযোগীর কাছে ৬-৪ পয়েন্টে হারেন সানা।

মেয়েদের ব্যক্তিগত রিকার্ভের সেরা ৩২ ওঠার লড়াইয়ে ইতি খাতুন ৬-৫ পয়েন্টে হেরে যান ফিলিপিন্সের প্রতিপক্ষের কাছে। নাসরিন আক্তার ৬-২ পয়েন্টে তাজিকিস্তানের প্রতিযোগীর কাছে হেরেছেন।

জিবিকে অ্যাকুয়াটিক সেন্টারে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইলে হিটে ৫৩ দশমিক ৫৯ সেকেন্ডে হিটে আট প্রতিযোগীর মধ্যে অষ্টম এবং সব মিলিয়ে ৪৭ জনের মধ্যে ৩৫তম হয়েছেন মাহফিজুর রহমান সাগর। পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ৪৯ দশমিক ৭২ সেকেন্ড।

মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে ৩৯ দশমিক ৫৭ সেকেন্ড সময় নিয়ে হিটে আট জনের মধ্যে অষ্টম এবং সব মিলিয়ে ৩০ প্রতিযোগীর মধ্যে ২৭তম হয়েছেন খাদিজা আক্তার। পদকের লড়াইয়ে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন টাইমিং ৩১ দশমিক ৯৪ সেকেন্ড।

পন্দক ইন্দাহ গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ১০ শট বেশি খেলে ৪১ জনের মধ্যে ৩৩তম স্থানে আছেন সোনিয়া আক্তার। পারের চেয়ে ১৫ শট বেশি খেলে ৩৬তম স্থানে আছেন লিজা আক্তার। দলীয়ভাবে বাংলাদেশ আছে ত্রয়োদশ স্থানে।

শাহাব উদ্দিন পারের চেয়ে সাত শট বেশি খেলে যৌথভাবে ৫৬তম অবস্থানে আছেন। শফিক বাখা পারের চেয়ে ৮ শট বেশি খেলে যৌথভাবে ৬১, ৯ শট বেশি খেলা সম্রাট শিকদার যৌথভাবে ৬৪তম এবং মোহাম্মদ ফারহাদ যৌথভাবে ৭১তম স্থানে আছেন। দলীয়ভাবে বাংলাদেশ আছে ষোড়শ স্থানে।