রোনালদো-মেসি দ্বৈরথের শেষ দেখছেন ভালভেরদে

ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে পাড়ি জমানোয় লিওনেল মেসির সঙ্গে তার ব্যক্তিগত লড়াইয়ের অবসান হয়েছে বলে মনে করেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2018, 10:12 AM
Updated : 23 August 2018, 10:14 AM

২০০৯ সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে মূলত শুরু হয় মেসির সঙ্গে তার ব্যক্তিগত অর্জনের লড়াই। নয় বছর রিয়ালে কাটিয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পর্তুগিজ ফরোয়ার্ড ইউভেন্তুসে চলে যান।

২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ১৭ পয়েন্ট পেছনে থেকে লা লিগায় তৃতীয় হয় রিয়াল। চলতি মৌসুমে রোনালদোর অনুপস্থিতিতে রিয়াল কিভাবে এগিয়ে যায় তা দেখতে আগ্রহী বার্সেলোনা কোচ।

ক্লাবের অফিশিয়াল ম্যাগাজিন বার্সাকে বলেন, “ক্রিস্তিয়ানো রোনালদো চলে যাওয়ায় লিও মেসির সঙ্গে তার লড়াই শেষ হয়েছে বলে মনে হচ্ছে। মানুষ খুব কম সময়ই তাদের একজনকে বাদ দিয়ে অন্যজনের উল্লেখ করে।”

“এটা রিয়াল মাদ্রিদের ফুটবলে কেমন প্রভাব ফেলবে এবং তারা ট্রান্সফার মার্কেটে কি করতে পারে তা দেখতে অনেক মানুষের মতো আমিও আগ্রহী।”

“রোনালদো অন্য একটা ক্লাবে আছে, এটা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে কি প্রভাব ফেলে তা দেখতেও মুখিয়ে আছি।”