প্রিমিয়ার লিগের সেরা বিদেশি খেলোয়াড় আগুয়েরো: শিয়েরার

সের্হিও আগুয়েরো ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের সেরা বিদেশি খেলোয়াড় বলে মনে করেন প্রতিযোগিতাটির সর্বকালের সেরা গোলদাতা অ্যালান শিয়েরার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2018, 09:54 AM
Updated : 22 August 2018, 09:54 AM

প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২৬০টি গোল ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড শিয়েরারের। তবে বিদেশিদের মধ্যে থিয়েরি অঁরির পর সবচেয়ে বেশি গোল আর্জেন্টাইন ফরোয়ার্ড আগুয়েরোর।

২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে ১৪৬টি গোল করেছেন আগুয়েরো।

রোববার ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকে প্রতিযোগিতার সর্বকালের সেরা দশ গোলদাতার তালিকায় ঢুকে পড়েন আগুয়েরো।

শিয়েরার বিশ্বাস করেন, ক্রিস্তিয়ানো রোনালদো, থিয়েরি অঁরিদের মতো তারকাদের পেছনে ফেলে প্রিমিয়ার লিগের সেরা বিদেশি খেলোয়াড়ের স্বীকৃতি প্রাপ্য আগুয়েরোর। 

প্রিমিয়ার লিগের নিজস্ব ওয়েবসাইটকে শিয়েরার জানান, “সে আবারও দুর্দান্ত ছিল। প্রিমিয়ার লিগে এখন তার নয়টি হ্যাটট্রিক আছে। আমার চেয়ে মাত্র দুটি কম।”

“প্রিমিয়ার লিগে খেলা সেরা বিদেশি খেলোয়াড় আগুয়েরো। সে একজন দারুণ সেন্টার ফরোয়ার্ড যার কোনো দুর্বলতা নেই।”

ম্যানচেস্টার সিটিতে কাটানো সাত মৌসুমে দলকে তিনটি করে প্রিমিয়ার লিগের ও ইএফএল কাপের শিরোপা জিততে সাহায্য করেছেন আগুয়েরো। ২০১৪-১৫ মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হন ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড।