কাবাডিতে টানা ৩ ম্যাচ হেরে ব্রোঞ্জের আশা শেষ মেয়েদের

এশিয়ান গেমসের গত আসরে ব্রোঞ্জ জেতা মহিলা কাবাডি দল এবার ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। শুটিংয়ে তৃতীয় দিনের দুটি ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন বাংলাদেশের শুটাররা। সাঁতারে আলো ছড়াতে পারেননি মাহফিজুর রহমান সাগর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2018, 09:22 AM
Updated : 21 August 2018, 09:22 AM

জাকার্তা-পালেমবাংয়ের মঙ্গলবার প্রতিযোগিতার তৃতীয় দিন মেয়েদের কাবাডির ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫২-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। এ নিয়ে গ্রুপের তিনটি ম্যাচই হারল শাহানাজ-রুপালিরা।

ছেলেদের কাবাডিতে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২৯-২৫ পয়েন্টে হারিয়েছেন মাসুদ-আরদুজ্জামানরা। ভারতের কাছে হার দিয়ে শুরু করার পর থাইল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।

জেএসসি শুটিং রেঞ্জে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের কোয়ালিফিকেশন রাউন্ডে শাকিল আহমেদ ৫৭০ স্কোর গড়ে ৪০ প্রতিযোগীর মধ্যে ২২তম হন। আরেক শুটার মোহাম্মদ পিয়াস হোসেন ৫৪৭ স্কোর গড়ে হন ৩৬তম। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সর্বনিম্ন স্কোর ৫৭৯।

ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের দুই শুটার শোভন চৌধূরী ও মোহাম্মদ রবিউল ইসলাম ১১২৫ করে স্কোর গড়ে ৩২ জনের মধ্যে যথাক্রমে ২৮ ও ২৯তম হয়েছেন। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে অষ্টমজনের স্কোর ১১৫৯।

ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সাগর ছাপিয়ে যেতে পারেননি নিজের সেরা টাইমিং। ২৪ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে চার নম্বর হিটে আট জনের মধ্যে অষ্টম হওয়া এই সাঁতারু সব মিলিয়ে ৫১ প্রতিযোগীর মধ্যে ৩৬তম হন। গত রিও দে জেনেইরো অলিম্পিকে ২৩ দশমিক ৯২ সেকেন্ড সাগরের সেরা।

মেয়েদের ৬৮ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল কুস্তিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে শিরিন সুলতানা চীনের প্রতিযোগীর কাছে ৫-০ ব্যবধানে হেরেছেন।