ইতালি ছেড়ে ফ্রান্সের ফুটবলে পাড়ি জমাচ্ছেন চিলির এই ফরোয়ার্ড।
জিবিকে স্টেডিয়ামে রোববার ‘বি’ পুলের ম্যাচে ওমানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। আরশাদ হোসেন ও আশরাফুল ইসলাম একটি করে গোল করেন।
প্রথম কোয়ার্টারের চতুর্দশ মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার গোল পায় দুই দলই। ২৩তম মিনিটে সমতায় ফেরে ওমান। চার মিনিটে পর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে দলকে ফের এগিয়ে নেন আশরাফুল।
পরের দুই কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।
আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।