সেরা ফর্মে আগুয়েরো: গুয়ার্দিওলা

আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরো নিজের সেরা অবস্থায় আছেন বলে মনে করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2018, 09:40 AM
Updated : 20 August 2018, 09:40 AM

রোববার আগুয়েরোর দুর্দান্ত এক হ্যাটট্রিকে ঘরের মাঠে ৬-১ গোলে হাডার্সফিল্ড টাউনকে উড়িয়ে দেয় সিটি।
 
প্রিমিয়ার লিগে আগুয়েরোর এটি নবম হ্যাটট্রিক। প্রতিযোগিতার ইতিহাসে এর চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল অ্যালান শিয়েরারের (১১)।
 
এর আগে চলতি মাসের শুরুতে আগুয়েরোর জোড়া গোলে চেলসিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তোলে সিটি।
 
সিটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা আগুয়েরোকে গত মৌসুমে লিগের মাত্র ২২টি ম্যাচে শুরুর একাদশে রেখেছিলেন গুয়ার্দিওলা। তবে এই মৌসুমে ছন্দে থাকা ফরোয়ার্ডকে বড় দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোচ।
 
স্কাই স্পোর্টসকে গুয়ার্দিওলা বলেন, “সে শুধু গোল করে তাই না, সুযোগ তৈরি করে, গোলে সাহায্য করে, পাস বাড়ায়। সে কখনোই থামে না।”
 
“নিঃসন্দেহে সের্হিও বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার।”
 
“আমি এখানে আসার পর তাকে এমনটা কখনও দেখিনি। সে দুর্দান্ত ফর্মে আছে।”
 
দলে নিজের জায়গা নিয়ে ভাবতে রাজি নন ৩০ বছর বয়সী আগুয়েরো। নিজের কাজটা ঠিক মতো করাটাই তার লক্ষ্য। 
 
“আমাকে কঠোর অনুশীলন করতেই হবে। আর এরপর এটা কোচের সিদ্ধান্ত। আমি যখনই খেলব, নিজের সেরাটাই দিতে হবে।”