বেলের নৈপুণ্যে জয়ে শুরু রিয়ালের

উয়েফা সুপার কাপে হেরে চাপে থাকা রিয়াল মাদ্রিদকে পথ দেখালেন গ্যারেথ বেল। ওয়েলস উইঙ্গারের নৈপুণ্যে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 10:11 PM
Updated : 19 August 2018, 10:20 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ২-০ গোলে জিতেছে হুলেন লোপেতেগির শিষ্যরা। প্রথমার্ধে দানি কারভাহাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান বেল।

উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে হার দিয়ে মৌসুম শুরু করা রিয়াল লোপেতেগির অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে পেল প্রথম জয়।

ঘরের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেনের সফলতম দলটি। ষোড়শ মিনিটে প্রায় এগিয়ে যাচ্ছিল রিয়াল। মার্সেলোর দারুণ ক্রসে বেলের হেড ক্রসবারে লেগে ব্যর্থ হলে সেবার বেঁচে যায় গেতাফে।

একের পর এক আক্রমণ গড়ে যাওয়া রিয়ালের গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২০তম মিনিটে দলকে এগিয়ে নেন কারভাহাল। বেলের ক্রস বিপদমুক্ত করার চেষ্টায় ফিস্ট করেন গেতাফে গোলরক্ষক। ফাঁকা পেয়ে যান কারভাহাল, তার হেড গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জড়ায় জালে। 

৩৪তম মিনিটে ডি বক্সে সের্হিও রামোসকে গেতাফের এক খেলোয়াড় ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে সে সময় করিম বেনজেমা অফসাইডে থাকায় সিদ্ধান্ত বাতিল করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫১তম মিনিটে মার্কো আসেনসিওর দারুণ ক্রসে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান বেল। কাছেই ছিলেন গেতাফে গোলরক্ষক, তবে বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি।

রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লক্ষ্যে থাকা শেষ ১১ শটে এনিয়ে অষ্টমবার জালের দেখা পেলেন ওয়েলস উইঙ্গার বেল।

দুই মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন আসেনসিও। ২৫ গজ দূর থেকে তার বুলেট গতির শট ব্যর্থ হয় পোস্টে লেগে।

রিয়ালের গোল পোস্টের নিচে ছিলেন কেইলর নাভাস। ম্যাচে খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি কোস্টা রিকার এই গোলরক্ষককে।

দিনের অন্য ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৪-১ গোলে হারিয়েছে সেভিয়া।