জামাল-রানাদের কৃতিত্ব দিচ্ছেন কোচ

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নকআউট পর্বের ওঠার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 05:25 PM
Updated : 19 August 2018, 05:49 PM

পশ্চিম জাভার বেকাসিতে রোববার দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জামাল ভূইয়ার গোলে ১-০ ব্যবধানে কাতারকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। 

৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠে ডের দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ হন কোচ।

“এটা ১২ সপ্তাহ কঠোর অনুশীলনের ফসল। ছেলেরা জয়ের জন্য সব কিছু করেছে। আমার কোনো সাফল্য নেই।”

গোল করে দলকে জেতানোয় নিজে বাড়তি কৃতিত্ব নিচ্ছেন না অধিনায়ক জামালও।

“ড্রেসিংরুমে সবাই সবার মতো আনন্দ উৎসব করছে। এমন দিনের অপেক্ষায় ছিলাম আমরা। আমি আমার কাজটুকু করেছি। দলের সবাই ভালো খেলে জিতেছে।“

প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করেছিল।