এশিয়ান গেমসে সাঁতার-শুটিং-কাবাডিতে বাংলাদেশের হতাশার দিন

এশিয়ান গেমসের সাঁতার ও শুটিংয়ের বাছাইপর্বে হতাশ করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা। কাবাডিতেও দুই বিভাগে বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 07:41 AM
Updated : 19 August 2018, 03:13 PM

জাকার্তা-পালেমবাংয়ের প্রতিযোগিতার প্রথম দিনে রোববার জেবিকে অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে খাদিজা আক্তার সময় নেন ১ মিনিট ২৭ দশমিক ২০ সেকেন্ড। দুই নম্বর হিটে সাত প্রতিযোগীর মধ্যে সপ্তম এবং সব মিলিয়ে ২৬ প্রতিযোগীর মধ্যে ২৪তম হয়ে ছিটকে যান তিনি।

জেএসসি শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলীয় ইভেন্টে হতাশ করেছেন সৈয়দা আতকিয়া হাসান ও অর্ণব সারার জুটি। কোয়ালিফিকেশন রাউন্ডে দুজন মোট ৮১৪ দশমিক ৯ স্কোর গড়েন। বাংলাদেশ ২২ দলের মধ্যে হয় ত্রয়োদশ। পদকের লড়াইয়ে ওঠা পাঁচ দলের মধ্যে সর্বনিম্ন ৮২৯ দশমিক ৮ স্কোর চাইনিজ তাইপের।

১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র দলীয় ইভেন্টেও কোয়ালিফিকেশন রাউন্ড পেরুতে পারেনি বাংলাদেশ। আরদিনা ফেরদৌস ও নুর হাসান আলিফ মিলে ৭৩৪ স্কোর গড়ায় বাংলাদেশ ২১ দলের মধ্যে ১৯তম হয়। পদকের লড়াইয়ে ওঠা পাঁচ দেশের মধ্যে সর্বনিম্ন ৭৫৯ স্কোর করেছে কাজাখস্তান।

কাবাডিতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ ব্যবধানে হেরে যান শাহানাজ-রুপালিরা। ছেলেদের বিভাগে ভারতের কাছে ৫০-২১ পয়েন্টে হারে বাংলাদেশ।

কুস্তিতেও ‍শুরুটা ভালো হয়নি। ছেলেদের ৭৪ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইলের বাছাইয়ে মোহাম্মদ আলি আমজাদ ইরানের প্রতিযোগীর কাছে ১০-০ পয়েন্টে হারেন।