আর্সেনালের বিপক্ষে চেলসির রোমাঞ্চকর জয়

আর্সেনালের বিপক্ষে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় চেলসি। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধেই সমতা ফেরায় উনাই এমেরির দল। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। শেষ দিকে মার্কোস আলোনসোর গোলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মাওরিসিও সাররির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 06:54 PM
Updated : 19 August 2018, 12:24 PM

স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নরা। এবারের লিগে আর্সেনালের টানা দ্বিতীয় হার।

ঘরের মাঠে শুরুর ২০ মিনিটের মধ্যে দুবার জালে বল পাঠায় চেলসি।

নবম মিনিটে বাঁদিক থেকে স্বদেশি ডিফেন্ডার মার্কোস আলোনসোর পাস পেয়ে দলকে এগিয়ে দেন স্পেনের ফরোয়ার্ড পেদ্রো। তাদের দ্বিতীয় গোলটিও আসে দুই স্প্যানিয়ার্ডের অবদানে। ২০তম মিনিটে ডিফেন্ডার সেসার আসপিলিকুয়েতার বাড়ানো বল ধরে এক জনকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান আলভারো মোরাতা।

৩৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু জোরালো শটে ব্যবধান কমান আর্মেনিয়ার ফরোয়ার্ড হেনরিখ মিখিতারিয়ান। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিসাবালাগা ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি।

আর ৪১তম মিনিটে ডান দিক থেকে মিখিতারিয়ানের বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলটি করেন নাইজেরিয়ার মিডফিল্ডার অ্যালেক্স আইওবি।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮১তম মিনিটে ফের এগিয়ে যায় চেলসি। বেলজিয়ামের ফরোয়ার্ড এদেন আজারের পাস পেয়ে গোলরক্ষক পেতর চেকের দু পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন প্রথম গোলে অবদান রাখা আলোনসো।

দিনের অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-১ গোলে হারায় টটেনহ্যাম হটস্পার। গতবার তৃতীয় হওয়া দলটির এবারের লিগে এটা টানা দ্বিতীয় জয়।

টানা দ্বিতীয় জয় পেয়েছে বোর্নমাউথও। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারায় তারা। এছাড়া উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-০ গোলে হারায় লেস্টার সিটি।