নেইমার-এমবাপের গোলে পিএসজির জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018 11:00 PM BdST Updated: 19 Aug 2018 04:58 PM BdST
গ্যাঁগোঁর বিপক্ষে ম্যাচের শুরুর দিকে পিছিয়ে পড়েছিল পিএসজি। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়িয়ে নেইমার ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে লিগে টানা দ্বিতীয় জয় নিয়ে ফিরেছে টমাস টুখেলের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে পিএসজি। নোলানের গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান নেইমার। আর শেষ দিকে এমবাপের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা।
আক্রমণ-পাল্টা আক্রমণ এবং সুযোগ তৈরির দিক থেকে ম্যাচের শুরুটা হয় বেশ জমজমাট। প্রথম ১৫ মিনিটে পিএসজি দুবার ও গ্যাঁগোঁ একটি উল্লেখযোগ্য সুযোগ পায়।
পঞ্চম মিনিটে আনহেল দি মারিয়ার জোরালো শট ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। চতুর্দশ মিনিটে জানলুইজি বুফ্ফনের নৈপুণ্যে বেঁচে যায় পিএসজি। ফরাসি স্ট্রাইকার নোলানের শট ঝাঁপিয়ে এক হাত দিয়ে ঠেকান ইতালিয়ান গোলরক্ষক। পরের মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার দি মারিয়ার ব্যাক হিল ঠেকান স্বাগতিক গোলরক্ষক।
২০তম মিনিটে এগিয়ে যায় গ্যাঁগোঁ। ডি-বক্সের বাইরে পিএসজির ফরাসি লেফট-ব্যাক কলিন দাগবা ঠিকমতো বল ঠেকাতে ব্যর্থ হলে পেয়ে যান কোকো। তার ছোট পাস পেয়ে প্রথম ছোঁয়ায় ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান ফরাসি স্ট্রাইকার নোলান।
পাঁচ মিনিট পর হেডে জালে বল পাঠিয়েছিলেন ফরাসি মিডফিল্ডার নিকোলাস। তবে ব্যবধান বাড়েনি; ভিডিও রিপ্লে দেখে দাগবাকে নিকোলাসের ধাক্কা দেওয়ার অভিযোগে ফাউলের বাঁশি বাজান রেফারি।
বিরতির পর প্রথম মিনিটেই গোল পেতে পারতো পিএসজি। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও আরেকটি সুযোগ নষ্ট করেন দি মারিয়া।
অবশেষে ৫২তম মিনিটে নেইমারের সফল স্পট কিকে সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।
গত সপ্তাহে কঁকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোল করেছিলেন নেইমার।
৭৯তম মিনিটে আবারও গোলবঞ্চিত দি মারিয়া। এবার নেইমারের কর্নারে আর্জেন্টাইন উইঙ্গারের ফ্লিক পোস্টে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা এমবাপের নৈপুণ্যে ৮২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। দি মারিয়ার বাড়ানো বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।
আর ৯০তম মিনিটে নেইমারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রাশিয়া বিশ্বকাপে চার গোল করা এমবাপে।
দুই ম্যাচে দুই জয়ে পিএসজির পয়েন্ট হলো ৬।
টানা দ্বিতীয় জয় পেয়েছে দিজোঁ। নঁতকে ২-০ গোলে হারিয়েছে ক্লাবটি। দিনের অন্য ম্যাচে লিলের সঙ্গে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে মোনাকো।
-
বেনজেমার শেষের গোলে ড্র মাদ্রিদ ডার্বি
-
উড়ন্ত সিটিকে হারের স্বাদ দিল ইউনাইটেড
-
এবার ফুলহ্যামে ধরাশায়ী লিভারপুল
-
মোহামেডানকে হারিয়ে জয়ে ফিরল শেখ জামাল
-
বয়স নয়, সামর্থ্য দেখেন কুমান
-
লিগের দ্বিতীয় ধাপের দলবদল শুরু সোমবার
-
প্রথম বিভাগ দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক
-
আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
সর্বাধিক পঠিত
- ওসাসুনাকে হারিয়ে আতলেতিকোর সঙ্গে ব্যবধান কমাল বার্সা
- ‘ফাউল কর, মেসিকে ফেলে দাও!’
- ৫২ দিন ও ৬০ ম্যাচের আইপিএলে নেই ‘হোম’ ম্যাচ
- শুক্রবার কোভিড পজিটিভ প্রোটোরিয়াস, রোববার ব্যাটিংয়ে নেমে ৯০
- বিধানসভা ভোটের আগে বিজেপিতে অভিনেতা মিঠুন চক্রবর্তী
- গাপটিল ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া
- মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত
- টিভি সূচি (রোববার, ০৭ মার্চ ২০২১)
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- ঝড়ো ফিফটিতে ইমার্জিং দলের নায়ক শামীম