লা লিগা প্রধানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইন্টার মিলান

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইতালির ক্লাব ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 11:48 AM
Updated : 18 August 2018, 11:48 AM

বেশ কিছু দিন ধরে গুঞ্জন, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচকে দলে টানতে পারে ইন্টার। ক্লাবটি অবৈধ পন্থায় ক্রোয়েশিয়ার এই তারকাকে দলে নেওয়ার চেষ্টা করছে বলে ফিফার কাছে অভিযোগ করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইন্টারের সমালোচনা করেন তেবাস।

লা লিগা প্রধানের মতে, ইন্টারের কোনো টাকা না থাকা সত্ত্বেও মদ্রিচকে তারা অনেক বড় অংকের অর্থের প্রস্তাব দিয়েছিল। এমন অভিযোগে চটেছে সান সিরোর ক্লাবটি।

ক্লাবটি এক বিবৃতিতে জানায়, এ অভিযোগ করায় তেবাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে তারা।

এক বিবৃতিতে তেবাসের সমালোচনা করেছে সেরি আ কর্তৃপক্ষও। লা লিগা প্রধান এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে যেসব মন্তব্য করেছেন তাতে বিস্মিত ও হতাশ তারা। তাদের দাবি, না জেনেই এসব মন্তব্য করেছেন তেবাস।