আর্জেন্টিনা দলে মেসি ছাড়াও নেই আগুয়েরো-হিগুয়াইন
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2018 12:32 AM BdST Updated: 18 Aug 2018 12:34 AM BdST
আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচে লিওনেল মেসি খেলবেন না বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল। সঙ্গে গনসালো হিগুয়াইন, সের্হিও আগুয়েরো ও আনহেল দি মারিয়াকেও দলে রাখেননি কোচ লিওনেল স্কালোনি।
Related Stories
আগামী ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে গুয়াতেমালা এবং চার দিন পর নিউ জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার ২৯ সদস্যের দল ঘোষণা করেন অন্তবর্তীকালীন কোচ।
দলে ব্যাপক রদবদল এনেছেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপের দলে থাকা ২৩ সদস্যের মধ্যে মাত্র নয় জন আছেন এবারের দলে। গত মৌসুমে ক্লাবের হয়ে দারুণ সময় কাটানোর পরও বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া মাউরো ইকার্দি দলে ফিরেছেন।
ডাক পেয়েছেন ইতালির সেরি আয় খেলা দুই স্ট্রাইকার ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস ও স্পেনে জন্ম নেওয়া ফিওরেন্তিনার জিওভান্নি সিমেওনে। নতুন মুখদের মধ্যে আরেক জন উল্লেখযোগ্য হলেন সেভিয়ার মিডফিল্ডার ফ্রাঙ্কো মার্তিনেস। ২০১৫ সালে ইতালির হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।
রাশিয়ায় হতাশাজনক পারফরম্যান্সের পর আসছে দুই প্রীতি ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়ানোর পথে যাত্রা করবে আর্জেন্টিনা। বিশ্বকাপে কোনোমতে গ্রুপ পর্ব পার হওয়ার পর শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ছিটকে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট), হেরোনিমো রুলি (রিয়াল সোসিয়েদাদ), সের্হিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড)
ডিফেন্ডার: ফাব্রিসিও বুস্তোস (ইন্দেপেনদিয়েন্তে) গাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হের্মান পেস্সেইয়া (ফিওরেন্তিনা), রামিরো ফুনেস মোরি (ভিয়ারিয়াল), আলান ফ্রাঙ্কো (ইন্দেপেনদিয়েন্তে), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), ওয়াল্তার কান্নেমান (গ্রেমিও), লেওনেল দি প্লাসিদো (লানুস), এদুয়ার্দো সালভিও (বেনফিকা), মার্কোস আকুনা (স্পোর্তিং লিসবন)
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (জেনিত), সান্তিয়াগো আসকাসিবার (স্টুটগার্ট), রদ্রিগো বাত্তাগলিয়া (স্পোর্তিং লিসবন), গনসালো মার্তিনেস (রিভার প্লেট), জিওভানি লো সেলসো (পিএসজি), ফ্রাঙ্কো সেরভি (বেনফিকা), মাক্সি মেসা (ইন্দেপেনদিয়েন্তে), মাতিয়াস ভার্গাস (ভেলেস), ফ্রাঙ্কো ভাসকেস (সেভিয়া), এক্সেকুয়েল পালাসিওস (রিভার প্লেট)
ফরোয়ার্ড: আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), মাউরো ইকার্দি (ইন্টার মিলান), জিওভান্নি সিমেওনে (ফিওরেন্তিনা), ক্রিস্তিয়ান পাভোন (বোকা জুনিয়র্স), পাওলো দিবালা (ইউভেন্তুস)
-
নতুন চুক্তি করে আরও সাফল্যের আশায় সালাহ
-
টিভিতে আজ
-
টেনিসে নতুন রেকর্ড গড়লেন ইসনার
-
ইন্টারে যোগ দিয়ে ক্যামেরুনের গোলরক্ষক ওনানার ‘স্বপ্নপূরণ’
-
দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়তে যাচ্ছে উইমেন’স ইউরো
-
আমরা এখন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি: মালদিনি
-
আর্মিনিয়ার গোলরক্ষক ওর্টেগাকে দলে টানল সিটি
-
অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
সর্বাধিক পঠিত
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- মুকুল বোস মারা গেছেন