৩ মাসের জন্য মাঠের বাইরে সিটির ডি ব্রুইনে

হাঁটুর চোটের কারণে তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 12:09 PM
Updated : 17 August 2018, 12:23 PM

গত রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে নামা এই খেলোয়াড় বুধবার অনুশীলনের সময় চোট পান।

২৭ বছর বয়সী ডি ব্রুইনের ডান হাঁটুর লিগামেন্টে চোট ধরা পড়েছে। তবে অস্ত্রোপচারের দরকার নেই বলে এক বিবৃতিতে জানিয়েছে সিটি।

২০১৬ সালে লিগ কাপের সেমি-ফাইনালে এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে একই হাঁটুতে চোট পেয়েছিলেন ডি ব্রুইনে। ওই চোটের কারণে সেবার ১২টি ম্যাচ খেলতে পারেনি বেলজিয়ামের এই তারকা খেলোয়াড়।

গত মৌসুমে পেপ গুয়ার্দিওলার দলের ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয়ে বড় অবদান ছিল ডি ব্রুইনের। ১২টি গোল করার পাশাপাশি করিয়েছিলেন ২১টি। নির্বাচিত হন সিটির মৌসুম সেরা খেলোয়াড়।

চোটের কারণে লিগে লিভারপুল, টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইসহ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না ডি ব্রুইনে।