আবারও জয়ে ফিরবে রিয়াল: রামোস

উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদের সের্হিও রামোস। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আবারও সেরা হওয়া নিয়ে কোনো সন্দেহ নেই স্প্যানিশ এই ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2018, 10:45 AM
Updated : 17 August 2018, 10:45 AM

এস্তোনিয়ার তালিনে বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-২ গোলে হারে রিয়াল। ২০০০ সালের পর আন্তর্জাতিক পর্যায়ে কোনো ফাইনালে এটা সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির প্রথম হার। ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে পাড়ি জমানোর পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেই হারল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।

ঘুরে দাঁড়ানোর আশায় টুইটারে স্প্যানিশ এই ডিফেন্ডার লিখেছেন, "আমরা প্রতিটা পরাজয় থেকে শিখি। দলটাকে আমরা আবারও জেতাব। এতে কারোর সন্দেহ নেই।"

রোববার নিজেদের মাঠে গেতাফের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল।