দলের সামর্থ্যে আত্মবিশ্বাসী রিয়ালের মার্সেলো

উয়েফা সুপার কাপে আতলেতিকো মাদ্রিদের কাছে হারলেও দলের বর্তমান অবস্থা নিয়ে খুশি রিয়াল মাদ্রিদের মার্সেলো। দলের সামর্থ্যে আস্থা রেখে নতুন মৌসুমে দারুণ কিছুর ব্যাপারে আশাবাদী ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 03:52 PM
Updated : 16 August 2018, 03:52 PM

এস্তোনিয়ার তালিনে বুধবার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটিতে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-২ গোলে হারে রিয়াল। ২০০০ সালের পর আন্তর্জাতিক পর্যায়ে কোনো ফাইনালে এটা সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটির প্রথম হার। দলটির কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে হারের স্বাদ পেলেন লোপেতেগি।   

এই পরাজয়ে এবারের দল-বদলের বাজারে রিয়ালের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। গত মাসে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদো ইউভেন্তুসে পাড়ি জমান। থিবো কর্তোয়া, ভিনিসিউস জুনিয়র, আলভারো অদ্রিওসোলা ও আন্দ্রি লুনিনকে কিনলেও পর্তুগিজ ফরোয়ার্ডের জায়গায় এখনও বড় মাপের কাউকে দলে টানতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। অবশ্য চেলসির বেলজিয়ান উইঙ্গার এদেন আজারের সঙ্গে ক্লাবটির যোগাযোগ আছে বলে সংবাদ মাধ্যমে খবর।   

রোনালদোর পর মার্সেলোকেও ইউভেন্তুস দলে টানতে আগ্রহী বলে গুঞ্জন আছে। তবে আতলেতিকোর কাছে হারের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টা এড়িয়ে যান ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

"আমরা আজ যা কিছু ভালো করেছি আপনাকে সেসবে নজর দিতে হবে। আমার মনে হয়, আমরা ভালো চেষ্টা করেছি। (অধিকাংশ সময়) বল আমাদের দখলে ছিল, একটা দল হয়ে খেলেছি এবং যতটা সম্ভব আমরা লড়াই করেছি।"     

"আমাদের মনোভাব বদলানো দরকার। কারণ আমাদের সামনে পুরো মৌসুম রয়েছে।…আমার কাছে দলটা ভালো মনে হচ্ছে। দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ। অতিরিক্ত সময়ের আগ পর্যন্ত আমরা ভালো খেলেছিলাম।"

"জয়ী তারা যারা কম ভুল করে। আজ রাতে আমরা ব্যর্থ হয়েছি। এসব ভুল আবার করতে চাই না আমরা।"