রিয়ালকে হারিয়ে আতলেতিকোয় থাকার যথার্থতা দেখছেন গ্রিজমান

রিয়াল মাদ্রিদকে হারিয়ে আতলেতিকো মাদ্রিদের উয়েফা সুপার কাপ জয় ক্লাবটিতে নিজের থেকে যাওয়ার সিদ্ধান্তটাকে যথার্থ প্রমাণ করেছে বলে মনে করেন ফরাসি ফরোয়ার্ড অতোয়ান গ্রিজমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2018, 12:54 PM
Updated : 16 August 2018, 12:54 PM

এস্তোনিয়ার তালিনে বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বীদের ৪-২ গোলে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মৌসুম শুরু করে আতলেতিকো।

অনেক দিন ধরে গুঞ্জন ছিল, বার্সেলোনায় নাম লেখাতে পারেন গ্রিজমান। তবে সেসব উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আগে আতলেতিকোর সঙ্গে নতুন চুক্তি করেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।

নতুন মৌসুমের জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার লক্ষ্যে থাকা গ্রিজমান রিয়ালের বিপক্ষে পুরোটা সময় খেলেননি। রাশিয়া বিশ্বকাপে চার গোল করা এই ফরোয়ার্ডকে ৫৭তম মিনিটে তুলে নেন কোচ।

তবে দিয়েগো কস্তার জোড়া গোল, অতিরিক্ত সময়ে সাউল নিগেস ও কোকের একটি করে গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা।

এই সাফল্যে আতলেতিকোর সবচেয়ে সফল কোচ হলেন দিয়েগো সিমেওনে। ক্লাবটির হয়ে সাতটি বড় শিরোপা জেতা হলো তার। আর্জেন্টাইন এই কোচের প্রতি আস্থাই ক্লাবটিতে গ্রিজমানের থাকাতে মূল ভূমিকা পালন করেছে বলে অনেকের ধারণা।

ক্লাবটিতে থাকা নিয়ে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা গ্রিজমান বলেন, “আমি থেকে গেছি। কারণ এখানকার প্রকল্পটা ভালো।”

“এই ক্লাবের প্রতি, সিমেওনের প্রতি আমার আত্মবিশ্বাস আছে…আজ আমি দেখলাম, আমি ভুল ছিলাম না।”