আন্তর্জাতিক ফুটবল থেকে সুবাসিচের অবসর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো ক্রোয়েশিয়ার গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 03:51 PM
Updated : 15 August 2018, 03:51 PM

বিশ্বকাপে দারুণ নৈপুণ্যে ক্রোয়েশিয়ার গোলপোস্ট সামলান সুবাসিচ। শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে ও কোয়ার্টার-ফাইনালে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের দক্ষতায় টাইব্রেকারে জয় পায় জ্লাতকো দালিচের দল। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চের ফাইনালে পৌঁছানো ক্রোয়াটরা ফাইনালে ৪-২ গোলে হারে ফ্রান্সের কাছে।

এক বিবৃতিতে মোনাকোর হয়ে খেলা সুবাসিচ বলেন, “সবারই সমাপ্তির একটা সময় আছে। বিশ্লেষণ করতে হয় আমরা কতদিন খেলতে পারব। সম্ভবত আমি আরও একটা টুর্নামেন্টে থাকতে পারতাম; কিন্তু সেটা বেশিই হয়ে যেত।”

“এভাবে আমি আমার সতীর্থদের স্বপ্ন সত্যি করতে ও ক্রোয়েশিয়ার হয়ে তাদের খেলার সুযোগ করে দিতে চাই। আমি যেমন সুযোগের অপেক্ষায় ছিলাম তারাও আছে। তারাই ক্রোয়েশিয়ার ভবিষ্যৎ।”

২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর ৯ বছরের ক্যারিয়ারে ৪৪টি ম্যাচ খেলেছেন সুবাসিচ।