মেসি জাতীয় দলে না ফিরলে অবাক হবেন না তেভেস

আর্জেন্টিনা জাতীয় দল থেকে লিওনেল মেসি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে অবাক হবেন না তার স্বদেশি ফরোয়ার্ড কার্লোস তেভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 01:58 PM
Updated : 15 August 2018, 01:58 PM

বিশ্বকাপের পর চলতি বছরের বাকিটা সময় আন্তর্জাতিক ফুটবল থেকে মেসি বিরতি নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আগামী মাসে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দেখা যাবে না আর্জেন্টাইন অধিনায়ককে।

টিওয়াইসি স্পোর্টসকে তেভেস বলেন, “মেসি যদি আর জাতীয় দলে না ফেরে, তার কারণটা যৌক্তিক। আপনি দেওয়ার পরও সমালোচনার শিকার হলে তা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমিও তেমন অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। একটা সময় আপনি জাতীয় দলে আর খেলতে চাইবেন না।”

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া গত মাসে জানিয়েছিলেন যে, আর্থিক কারণে মেসির জাতীয় দলে খেলাটা প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার জাতীয় দলে ফিরবেন কি-না এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাকে কিছুটা সময় দেওয়ার কথাও জানান তিনি।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। পরে অবশ্য অবসর ভেঙে ফিরে আসেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার হয়ে পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়লে মেসি কষ্ট পান বলে বিশ্বকাপ চলাকালে জানিয়েছিলেন তার মা সেলিয়া কুচতিনি।