গ্রিজমানের ব্যালন ডি'অর জয়ের ভালো সম্ভাবনা দেখছেন সিমেওনে

এবারের ব্যালন ডি'অর পুরস্কার জয়ের লড়াইয়ে অঁতোয়ান গ্রিজমানের ভালো সম্ভাবনা দেখছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 11:10 AM
Updated : 15 August 2018, 11:10 AM

গত মে মাসে ইউরোপা লিগের ফাইনালে মার্সেইয়ের বিপক্ষে আতলেতিকোর জয়ে জোড়া গোল করেন গ্রিজমান। মঙ্গলবার ক্লাবটির নতুন অধিনায়কদের একজন নির্বাচিত হন এই ফরোয়ার্ড। ফ্রান্সের বিশ্বকাপ জয়েও বড় অবদান ছিল গ্রিজমানের। ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে একটি গোলসহ মোট চারটি গোল করেন ২৭ বছর বয়সী এই খেলোয়াড়।    

গত এক দশক ধরে বর্ষসেরার পুরস্কারে আধিপত্য ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। এই সময়ে পাঁচবার করে পুরস্কারটি জিতেছেন তারা। বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে আতলেতিকোর সঙ্গে দীর্ঘ সময়ের চুক্তি করা গ্রিজমান এবার পুরস্কারটির জন্য নির্বাচিত হতে পারে বলে বিশ্বাস সিমেওনের।   

“এটা পরিষ্কার যে, গ্রিজমান ভালো অবস্থায় আছে।”

“ফুটবলে আপনি বিভিন্নভাবে জিততে পারেন। ফ্রান্সের বিশ্বকাপ জয়ে আমরা এটা আবারও দেখলাম। তাদের কিছু বৈশিষ্ট্য আতলেতিকোর মতোই।”