জিদান এখন রিয়ালে অতীত: লোপেতেগি

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের অসাধারণ একজন কোচ ছিলেন বলে মনে করেন তার উত্তরসূরি হুলেন লোপেতেগি। তবে 'অতীত' ভুলে ক্লাবটির উজ্জ্বল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2018, 09:05 AM
Updated : 15 August 2018, 10:19 AM

গত মে মাসে রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে দেন জিদান। তার উত্তরসূরি হিসেবে রিয়াল লোপেতেগির নাম ঘোষণা করলে রাশিয়া বিশ্বকাপ শুরুর আগের দিন স্পেন দলের কোচের পদ থেকে বরখাস্ত হতে হয় তাকে।  

লোপেতেগির অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে এস্তোনিয়ার তালিনে বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটির আগে সংবাদ সম্মেলনে নতুন অধ্যায় শুরুর কথা বলেন স্প্যানিশ এই কোচ। 

"জিজু অসাধারণ দায়িত্ব পালন করেছেন এবং দারুণ কিছু শিরোপা জিতেছে।"

"তবে এটা অতীত। এখন আমাদের নজর শিরোপা জেতা চালিয়ে যাওয়া এবং ইতিহাস সৃষ্টি করে যাওয়ায়। সবকিছুতে আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে।"

"আমরা এটা করার চেষ্টা করব এবং পেছনে তাকাব না। আত্মবিশ্বাস ও পরিশ্রম নিয়ে সামনে তাকাতে হবে আমাদের।"