এশিয়ান গেমসের ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

এশিয়ান গেমসের ফুটবলে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে অনূর্ধ্ব-২৩ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 12:32 PM
Updated : 14 August 2018, 03:01 PM

পাকানসারি স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় উজবেকিস্তান। দ্বিতীয়ার্ধের ৫৭তম ও ৬৬তম মিনিটে গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেয় উজবেকরা।

ইনচনে গত এশিয়ান গেমসেও গ্রুপ পর্বে উজবেকিস্তানের কাছে একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে তিন জন সিনিয়র খেলোয়াড় নিয়ে জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে খেলতে যাওয়া বাংলাদেশ দল।

হারলেও দলের পারফরম্যান্সে খুশি কোচ জেমি ডে।

“আজ রাতে ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। আমি ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাই না কিন্তু দলীয় খেলায় আমি খুশি।”

“ম্যাচ থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব এবং এটা সবসময়ই আমাদের লক্ষ্য।”