মেসির মুখোমুখি হতে মুখিয়ে তেভেস

জুয়ান গাম্পের ট্রফিতে লিওনেল মেসির মুখোমুখি হতে মুখিয়ে আছেন আর্জেন্টিনা দলে তার সাবেক সতীর্থ কার্লোস তেভেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 06:07 AM
Updated : 14 August 2018, 06:07 AM

কাম্প নউয়ে স্থানীয় সময় বুধবার বিকেলে বার্সেলোনার মুখোমুখি হবে তেভেসের বর্তমান দল বোকা জুনিয়র্স।

আর্জেন্টিনার হয়ে মেসির সঙ্গে অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক পর্যায়ে ৭৬টি ম্যাচ খেলা তেভেসের। অনেক দিন পর পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে আবারও মিলিত হতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুসের সাবেক এই ফরোয়ার্ড।

মেসির প্রসঙ্গে তেভেস বলেন, "তার বিপক্ষে খেলাটা সবসময়ই দারুণ।"

"আমি যখন তার সঙ্গে খেলতাম তখন ব্যাপারটা আমাকে আনন্দিত করতো। তাই তাকে মোকাবেলা করতে পারা বা তাকে এখন কাছ থেকে দেখাটাও আমাকে আনন্দিত করবে।"

রোববার সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনা। এই সাফল্যে ৩৩টি শিরোপা নিয়ে ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড গড়েন মেসি।

জুয়ান গাম্পের ট্রফির পর আগামী শনিবার আলাভেসের মাঠে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মেসিরা।