জাতীয় দলকে দাভিদ সিলভার বিদায়

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের মিডফিল্ডার দাভিদ সিলভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 06:03 PM
Updated : 13 August 2018, 06:03 PM

২০০৬ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচ খেলেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। জিতেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ।

দীর্ঘ প্রায় এক যুগ আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে ‘দারুণ গর্বিত’ ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। জানিয়েছেন, এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার ৩২ বছর সিলভা লেখেন, “জাতীয় দলের হয়ে যা কিছুর অভিজ্ঞতা হয়েছে তারপর এসব লেখাটা সহজ নয়। এই সিদ্ধান্ত নিতে আমি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ পার করেছি। জাতীয় দল আমাকে সবকিছু দিয়েছে এবং আমাকে একজন খেলোয়াড় ও ব্যক্তি হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছে।”

তিন দিনের মধ্যে এই নিয়ে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন দলের দ্বিতীয় খেলোয়াড় জাতীয় দলকে বিদায় জানালেন। গত শনিবার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ডিফেন্ডার জেরার্দ পিকে।