নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 03:01 PM
Updated : 13 August 2018, 03:10 PM

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জিতেছে বাংলাদেশ।
 
পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দিয়ে মুকুট ধরে রাখার অভিযান শুরু করা বাংলাদেশ এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। বাঁ দিক থেকে ছোট করে কর্নার নেওয়ার পর সতীর্থের ফিরতি বল পেয়ে ক্রস বাড়ান মারিয়া মান্ডা। দৌড়ে এসে লক্ষ্যভেদ করেন তহুরা খাতুন।
 
পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে আসা নেপাল আরও পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৫১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মারিয়া। ৬৭তম মিনিটে অনেকটা দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নিয়ে বুদ্ধিদ্বীপ্ত শটে স্কোরলাইন ৩-০ করেন সাজেদা খাতুন।
 

ছবি: ভুটান ফুটবল ফেডারেশন

গতবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে নিজেদের মাঠে নেপালকে প্রাথমিক পর্বে ৬-০ গোলে হারিয়েছিল মেয়েরা।
আগের ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হেরে ‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া ভুটানের বিপক্ষে বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ। একই দিনে ‘এ’ গ্রুপের সেরা হওয়া ভারত সেমি-ফাইনালে নেপালের মুখোমুখি হবে।