বার্সেলোনার হয়ে মেসির শিরোপা জয়ের রেকর্ড

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ডটা নিজের করে নিলেন লিওনেল মেসি। ক্লাবটির হয়ে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের জেতা ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 09:20 AM
Updated : 13 August 2018, 09:20 AM

মরক্কোর তানজিয়ারে রোববার সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে বার্সেলোনা। এই সাফল্যে ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতায় সাবেক অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়িয়ে যান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি।

বার্সেলোনার নতুন অধিনায়ক ৩১ বছর বয়সী মেসির ৩৩টি শিরোপার মধ্যে রয়েছে ৯টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া ছয়বার কোপা দেল রে, আটবার স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি তিনবার করে জিতেছেন উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা।

আগামী শনিবার আলাভেসের মাঠে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। এর আগে বুধবার জুয়ান গাম্পের ট্রফিতে বোকা জুনিয়র্সের মুখোমুখি হবে মেসিরা।