সালাহ-মানের গোলে লিভারপুলের দাপুটে শুরু
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018 08:25 PM BdST Updated: 12 Aug 2018 08:44 PM BdST
জোড়া গোল করলেন সাদিও মানে। জালের দেখা পেলেন গত মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা মোহামেদ সালাহও। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দাপুটে শুরু পেল লিভারপুল।
অ্যানফিল্ডে রোববার স্থানীয় সময় দুপুরে শুরু হওয়া ম্যাচটি ৪-০ গোলে জিতেছে গতবার চতুর্থ হওয়া লিভারপুল। শেষ দিকে দলের চতুর্থ গোলটি করেন ড্যানিয়েল স্টারিজ।
এ নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ চারবারের দেখায় প্রতিটিতেই চারটি করে গোল করলো লিভারপুল। সবকটি ম্যাচই প্রিমিয়ার লিগের।

৩৭তম মিনিটে সহজ একটি সুযোগ নষ্ট করেন মিশরের এই ফরোয়ার্ড। গোছানো এক আক্রমণে রবের্তো ফিরমিনোর ক্রস গোলমুখে পেয়ে শট নেন গত মৌসুমে সব মিলিয়ে ৪৪ গোল করা সালাহ; কিন্তু দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক লুকাস ফাবিয়ান্সকি।
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানে। বাই-লাইন থেকে জেমস মিলনারের বাড়ানো বল ডান পায়ের টোকায় ঠিকানায় পাঠান সেনেগালের এই ফরোয়ার্ড।

৮৮তম মিনিটে সালাহকে তুলে স্টারিজকে নামান কোচ। মাঠে নামার ২৬ সেকেন্ডের মাথায় খুব কাছ থেকে বাঁ-পায়ের ছোঁয়ায় গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। বলে সেটাই ছিল তার প্রথম স্পর্শ।
সতীর্থদের দাপুটে ফুটবলের মাঝে লিভারপুলের জার্সিতে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে তেমন কোনো পরীক্ষাই দিতে হয়নি।
-
লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
-
টিভিতে আজ
-
‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
-
রিয়ালের সঙ্গে সমস্যা নেই, দাবি উয়েফা প্রধানের
-
চ্যালেঞ্জ জিততে চান হেমন্ত, জীবন ইস্যুতে চুপ জামাল
-
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে ‘প্রস্তুত’ আলাবা
-
দেরিতে আসায় ক্যাম্প থেকে বাদ ফরোয়ার্ড জীবন
-
'আমাদের মাঠে থাকার যোগ্যতাই ছিল না'
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ