মিলানকে হারিয়ে বের্নাবেউ ট্রফি রিয়ালের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018 03:05 AM BdST Updated: 12 Aug 2018 03:32 AM BdST
ধারাবাহিকভাবে গোল করে চলেছেন গ্যারেথ বেল। সঙ্গে জালের দেখা পেয়েছেন করিম বেনজেমা ও বোরহা মায়োরাল। ইতালির ক্লাব এসি মিলানকে হারিয়ে সান্তিয়াগো বের্নাবেউ ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ।
শনিবার রাতে প্রীতি ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতেছে হুলেন লোপেতেগির দল। মিলানের একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের ক্রসে হেডে বল জালে পাঠান ফরাসি স্ট্রাইকার বেনজেমা।
দুই মিনিট পরেই গোলটি শোধ করে দেয় অতিথিরা। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কদিন আগে ইউভেন্তুস থেকে ধারে এক বছরের জন্য মিলানে যোগ দেওয়া হিগুয়াইন।

এই নিয়ে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন বেল। গত সপ্তাহে প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ দুই ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি করিয়েছিলেন তিনি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে হেডে জয় নিশ্চিত করেন স্প্যানিশ ফরোয়ার্ড মায়োরাল।
রিয়াল তাদের সাবেক সভাপতি সান্তিয়াগো বের্নাবেউয়ের নামানুসারে মৌসুমের শুরুর দিকে এই ম্যাচ খেলে থাকে। এর ৪০তম আসরে এবার ২৮তম শিরোপা জিতল তারা। গতবার ইতালির ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপাটি জিতেছিল স্পেনের সফলতম ক্লাবটি।
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি