ইউভেন্তুসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ‘সহজ ছিল’ রোনালদোর

শৈশবের ভালো লাগার ক্লাব ইউভেন্তুসে যোগ দিতে পেরে ভীষণ খুশি ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টেনে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা কঠিন ছিল না বলেও দাবি করেছেন পর্তুগালের এই ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 03:57 PM
Updated : 11 August 2018, 03:58 PM

গত মাসে সবাইকে অবাক করে দিয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন রোনালদো। সম্প্রতি ইউভেন্তুস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগালের অধিনায়ক জানিয়েছেন, এখানে এসে নিজের উচ্ছ্বাসের কথা।

“আমি দারুণ অনুভব করছি, সবকিছুই ভালো। আমি সত্যিই খুশি ও সুখী।”

“এটা দারুণ একটা ক্লাব। ছেলেবেলা থেকেই এই দলের প্রতি আমার ভালো লাগা ছিল এবং আমি বলতাম যে, আমি একদিন এখানে খেলতে চাই।”

“এটা দুর্দান্ত একটা ক্লাব, বিশ্বের অন্যতম বড়। ইতালির সব থেকে বড় আর বিশ্বের অন্যতম সেরা। এটা সহজ একটা সিদ্ধান্ত ছিল কারণ ইউভেন্তুস অবিশ্বাস্য এক ক্লাব।”

তুরিনে চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের কোয়ার্টার-ফাইনালে রিয়ালের হয়ে বাইসাইকেল কিকে গোল করার পর ইউভেন্তুস সমর্থকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছিল রোনালদোকে। সেই সম্মান তাকে ক্লাবটিতে আসতে প্রেরণা জুগিয়েছে বলেও জানান ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।

“আমার ক্যারিয়ারে আগে কখনো এমনটা হয়নি। ওই মুহূর্ত থেকে আমি ক্লাবটিকে আরও বেশি পছন্দ করি।”

“ছোট ছোট ব্যাপারগুলো সব সময় বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমি বলব না যে, সেটাই আমার ইউভেন্তুসে আসার মূল কারণ। কিন্তু এটা সাহায্য করেছে।”