পাকিস্তানের হারে নেপালের সঙ্গে শেষ চারে বাংলাদেশ

নেপালের কাছে হারে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে নবাগত পাকিস্তান। তাদের বিদায়ে এক ম্যাচ বাকি থাকতেই প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ও নেপাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2018, 03:08 PM
Updated : 11 August 2018, 03:12 PM

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্রুপের ম্যাচে নেপালের কাছে ৪-০ গোলে হারে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৪-০ গোলে উড়ে গিয়েছিল দলটি।
 
বাংলাদেশে হওয়া অনূর্ধ্ব-১৫ সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে অংশ নেয়নি পাকিস্তান। এবার প্রথমবার এসে দুই ম্যাচে ১৮ গোল হজম করে ছিটকে গেল তারা।
 
এক জয়ে ৩ করে পয়েন্ট প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও নেপালের। আগামী সোমবার দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে।
 
গত আসরে প্রাথমিক পর্বে নেপালকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
 
শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারানো ভুটান এক ম্যাচ আগেই সেমি-ফাইনালে উঠেছে। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় ভুটানের সঙ্গে সেরা চারে উঠেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়েছিল গতবারের রানার্সআপরা।
 
আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-ভুটান।