মহিলা দাবায় জয়ের ধারায় ইভা, রানীর হার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2018 10:26 PM BdST Updated: 10 Aug 2018 10:26 PM BdST
জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় আছেন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা। তৃতীয় রাউন্ডে প্রথম হারের স্বাদ পেয়েছেন মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ।
বাংলাদেশ দাবা ফেডারেশনে বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে ফারজানা হোসেন অ্যানিকে হারান ইভা। উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার জিতেছেন রানীর বিপক্ষে। নোশিন আঞ্জুম হারিয়েছেন ঝর্ণা বেগমকে।
ইভা, প্রতিভা ও নোশিনের পয়েন্ট ৩ করে। টাইব্রেকিং পদ্ধতিতে শীর্ষে রয়েছেন ইভা। প্রতিভা দ্বিতীয় ও নোশিন তৃতীয় স্থানে রয়েছেন।
তৃতীয় রাউন্ডে নুশরাত জাহান মনিকে মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, উর্বানা চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস, নাজমিন আক্তারকে কাজী জারিন তাসনিম এবং শ্রাবন্তী আক্তার জেরিনকে জান্নাতুল ফেরদৌসী হারিয়েছেন।
এছাড়া জানিয়া হক, রিক্তা সরকার, সাদিয়া আফরিন সামিয়া, জান্নাতুল মাওয়া মৌরী, ইশরাত জাহান জিতেছেন।
ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানার সঙ্গে এবং ইভানা আফরিন জাহান মুনিয়ার সঙ্গে ড্র করেন।
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ