বার্সেলোনার ৭ নম্বর জার্সি পেলেন কৌতিনিয়ো

নতুন মৌসুম শুরু হওয়ার আগে বার্সেলোনায় ৭ নম্বর জার্সি পেয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 07:13 AM
Updated : 10 August 2018, 07:47 AM

ক্লাবটির হয়ে সবশেষ ৭ নম্বর জার্সি পরেছিলেন তুরস্কের আরদা তুরান।

চলতি বছরের জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সেলোনায় পাড়ি জমান কৌতিনিয়ো। এর মধ্যে হাভিয়ের মাসচেরানো কাতালান ক্লাবটি ছাড়লে তার ১৪ নম্বর জার্সিটি পেয়েছিলেন ২৬ বছর বয়সী এই খেলোয়াড়।

বার্সেলোনায় এই জার্সি পরা তারকা খেলোয়াড়দের মধ্যে আছেন লুইস ফিগো, হেনরিক লারসন, দাভিদ ভিয়া। ২০১৫ সালে তুরান আসার আগে জার্সিটি ছিল স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর গায়ে।

বার্সেলোনায় এসে দ্রুতই নিজেকে মানিয়ে নেওয়া কৌতিনিয়ো গত মৌসুমে দলের লা লিগা জয়ে ১৮ ম্যাচে ৮ গোল করে অবদান রাখেন।

ব্রাজিলের হয়ে রাশিয়া বিশ্বকাপেও দ্যুতি ছড়ান কৌতিনিয়ো। দুটি গোল করে সেলেসাওদের কোয়ার্টার-ফাইনালে ওঠায় বড় অবদান ছিল এই প্লেমেকারের।