ট্রান্সফার ফির রেকর্ড মাথায় রাখছেন না আরিসাবালাগা

বিশ্ব রেকর্ড গড়ে চেলসিতে যোগ দেওয়া কেপা আরিসাবালাগা জানিয়েছেন, ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লেখানোর বিষয়টা মাথায় রাখছেন না তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 07:07 AM
Updated : 10 August 2018, 07:46 AM

বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে বুধবার আথলেতিক বিলবাও থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখান কেপা। ২৩ বছর বয়সী এই ফুটবলারকে পেতে তার বাইআউট ক্লজের আট কোটি ইউরো পরিশোধ করতে হয়। গত মাসে এএস রোমা থেকে ব্রাজিলের আলিসনকে সাড়ে সাত কোটি ইউরোয় দলে টেনেছিল লিভারপুল, যা ছিল গোলরক্ষকের জন্য সবচেয়ে বেশি অর্থ দেওয়ার রেকর্ড।

তবে অর্থের ব্যাপারটা মাথা থেকে ঝেড়ে ফেলে চেলসির হয়ে নিজের সেরাটা দিয়ে খেলতে চান স্পেনের এই খেলোয়াড়।

"দামের প্রশ্নে, এটা এমন কিছু যা নিয়ে আমি ভাবি না। আমি কেবল আমার মতো থাকব এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

"এটা আমার মাথায় নেই। চেলসি আমাকে নিতে বড় একটা বাজি ধরেছিল। এখানে এসে আমি খুবই খুশি। আস্থার প্রতিদান দিতে আমি আমার সর্বোচ্চটুকু দিব।"

"(অর্থের ব্যাপারটা) বাড়তি কোনো চাপ হবে বলে আমি মনে করি না। আমি নিজেকে যে চাপে রাখি সেটাই কেবল আমি অনুভব করি। আমি নিজের কাছ থেকে অনেক প্রত্যাশা করি। তাই আমি কেবল দলকে আমার সামর্থ্যের সবটুকু দেওয়ার চেষ্টা করব।