বিশ্ব রেকর্ড গড়ে চেলসিতে কেপা আরিসাবালাগা

আথলেতিক বিলবাও ছেড়ে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে চেলসিতে যোগ দিয়েছেন কেপা আরিসাবালাগা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 09:23 PM
Updated : 9 August 2018, 10:21 AM

সাত বছরের চুক্তিতে স্পেনের এই গোলরক্ষকের যোগ দেওয়ার খবর বুধবার রাতে ক্লাবের ওয়েবসাইটে জানায় চেলসি।

২৩ বছর বয়সী এই ফুটবলারকে নিতে তার বাই আউট ক্লজের আট কোটি ইউরো পরিশোধ করতে হয়।

গত মাসে এএস রোমা থেকে ব্রাজিলের আলিসনকে সাড়ে সাত কোটি ইউরোয় দলে টেনেছিল লিভারপুল, যা ছিল গোলরক্ষকের জন্য সবচেয়ে বেশি অর্থ দেওয়ার বিশ্ব রেকর্ড। এর আগে ১৭ বছর ধরে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক ছিলেন ইউভেন্তুস ছেড়ে সম্প্রতি পিএসজিতে যোগ দেওয়া ইতালির জানলুইজি বুফ্ফন।

চেলসির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ও হলেন কেপা। গত বছর জুলাইয়ে ৬ কোটি ৬৬ লাখ ইউরোয় স্পেনের স্ট্রাইকার আলভারো মোরাতাকে চুক্তিভুক্ত করেছিল ক্লাবটি।

গত চার মৌসুমে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। তারই শুন্যস্থান পূরণে কেপাকে দলে টানল চেলসি।

গত দুই মৌসুমে লা লিগায় ৫৩টি ম্যাচ খেলা কেপা জানুয়ারিতে বিলবাওয়ের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন। গত মাসে শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে স্পেন দলে ছিলেন দাভিদ দে হেয়ার পর দ্বিতীয় পছন্দের গোলরক্ষক।