প্রস্তুতিপর্বের খেলোয়াড়দের নিয়ে হকির চূড়ান্ত দল

দক্ষিণ কোরিয়ায় খেলা প্রস্তুতি ম্যাচের ১৮ জনকে রেখে এশিয়ান গেমসের দল দিয়েছেন কোচ গোবিনাথান কৃষ্ণমুর্তি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 08:36 PM
Updated : 8 August 2018, 10:34 AM

আগামী ১৮ অগাস্ট জাকার্তা-পালেমবাংয়ে শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর।  হকি ইভেন্টের ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া, ওমান, পাকিস্তান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০ অগাস্ট ওমানের বিপক্ষে ম্যাচে দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়ায় খেলা পাঁচ ম্যাচে বাংলাদেশ চারটিতে হেরেছিল ও একটিতে ড্র করেছিল। তবে প্রস্তুতি ম্যাচে জয়ের দেখা না পেলেও শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্টির কথা দেশে ফিরে জানিয়েছিলেন কোচ গোবিনাথান।

কোরিয়ায় বাংলাদেশ গোল করেছিল মোট আটটি। রাসেল মাহমুদ জিমি ৩টি, মিলন হোসেন ২টি, খোরশেদুর রহমান ২টি এবং পুস্কর ক্ষীসা মিমো একটি গোল করেন।

বাংলাদেশ দল: অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হোসেন পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, কামরুজ্জামান রানা, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, রাসেল মাহমুদ জিমি, পুষ্কর ক্ষীসা মিমো, মিলন হোসেন, মইনুল হোসেন কৌশিক ও আরশাদ হোসেন।