বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান ভিদাল

'বিশ্বের সেরা দল' বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান আর্তুরো ভিদাল। চিলির এই মিডফিল্ডার মনে করছেন, দলে লিওনেল মেসির মানের খেলোয়াড় থাকায় তাকে উঁচু মানের ফুটবল খেলতে হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2018, 08:24 AM
Updated : 7 August 2018, 10:38 AM

মেডিকেল পরীক্ষায় পাশ আর তিন বছরের চুক্তি সইয়ের পর গত সোমবার বার্সেলোনার খেলোয়াড় হিসেবে হাজির হন ভিদাল। বায়ার্ন মিউনিখে তিনটি মৌসুম কাটানো এই মিডফিল্ডারের বাইআউট ক্লজ ৩০ কোটি ইউরো বলে জানান বার্সেলোনা সহ-সভাপতি জর্দি মস্ত্রে।

ভিদাল জানান, তার এজেন্ট বার্সেলোনায় যাওয়ার ব্যাপারে প্রস্তাব দেওয়ার পর এক সেকেন্ডের জন্য দ্বিধা করেননি তিনি।

"মেসির মুখোমুখি হওয়াটা দারুণ কিছু। কারণ, আপনাকে ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে লড়তে হয়। আর এখন আমি তার দলে। আশা করি, আমি তার মানের হতে পারবো।"

"আমাদের এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে। আমি অনেক দলে খেলেছি আর এখন সেরা দলে এসেছি। এটা নতুন একটা চ্যালেঞ্জ। বার্সেলোনায় আসাটা বায়ার্ন মিউনিখে আসার চেয়ে বড় একটা পদক্ষেপ। আশা করি, দলকে শিরোপা জেতাতে আমি সহায়তা করতে পারব। শিরোপা জিততে আমি ক্ষুধার্ত।"

ক্যারিয়ারে অনেক শিরোপা জেতা ভিদালের অধরা রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৫ সালে খেলেছিলেন ফাইনালে। সেবার বার্সেলোনার কাছে হেরেছিল তার দল ইউভেন্তুস। কাম্প নউয়ের ক্লাবটির হয়ে এই অপেক্ষার অবসান চান ভিদাল।

"এখনও একটা জিনিস পাওয়ার আছে যা আমার ক্যারিয়ারে আমাকে অর্জন করতে হবে, তা হল চ্যাম্পিয়ন্স লিগ। আমি আশা করি, বিশ্বের সেরা দলের সঙ্গে আমি এটা অর্জন করতে পারব। আশা করি, এই তিন মৌসুমে আমি তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতব।"