লিগ শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী সিটির জেসুস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018 07:19 PM BdST Updated: 06 Aug 2018 07:19 PM BdST
ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে পারবে বলে বিশ্বাস দলটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের।
গত মৌসুমে লিগসহ দুটি শিরোপা জেতা পেপ গুয়ার্দিওলার সিটি ২০১৮-১৯ মৌসুম দারুণভাবে শুরু করেছে। রোববার ওয়েম্বলিতে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর জোড়া গোলে চেলসিকে ২-০ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতে তারা।
গতবার দ্বিতীয় হওয়া নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা জিতেছিল সিটি। টানা দুইবার শিরোপাটি জেতা নিয়ে আত্মবিশ্বাসী ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা ব্রাজিলের জেসুস।
"ম্যানচেস্টার সিটিকে ফেভারিট হিসেবে ধরা যেতে পারে। কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন।"
"তবে পুরো মৌসুমের দিকে নজর দিতে হবে আমাদের। অন্য দলগুলো শক্তিশালী হয়ে উঠেছে। সব দলের জন্যই জেতা কঠিন হবে।"
"এটা যৌক্তিক যে, যেসব দল আমাদের বিপক্ষে আসবে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে। তারা যেকোনো ভাবে জিততে চাইবে। তারা আমাদের হারাতে আরও বেশি উজ্জীবিত থাকবে।"
লিগ শিরোপা ধরে রাখার জন্য নিজেদের করণীয়টাও সতীর্থদের মনে করিয়ে দিলেন ২১ বছর বয়সী জেসুস।
"গত মৌসুমে যা করেছিলাম আমাদের তাই করতে হবে। ভালো যা কিছু আমরা করেছিলাম এবং যা দুর্ভাগ্যজনকভাবে কাজে দেয়নি সেগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে শিখতে হবে এবং এবারের মৌসুমটা গত মৌসুম থেকে ভালো করতে হবে।”
আগামী রোববার আর্সেনালের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সিটি।
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরা প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
-
বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সেমি-ফাইনালের আশা শেষ
-
৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস