লিগ শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী সিটির জেসুস

ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখতে পারবে বলে বিশ্বাস দলটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 01:19 PM
Updated : 6 August 2018, 01:19 PM

গত মৌসুমে লিগসহ দুটি শিরোপা জেতা পেপ গুয়ার্দিওলার সিটি ২০১৮-১৯ মৌসুম দারুণভাবে শুরু করেছে। রোববার ওয়েম্বলিতে আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর জোড়া গোলে চেলসিকে ২-০ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতে তারা।

গতবার দ্বিতীয় হওয়া নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে লিগ শিরোপা জিতেছিল সিটি। টানা দুইবার শিরোপাটি জেতা নিয়ে আত্মবিশ্বাসী ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা ব্রাজিলের জেসুস।

"ম্যানচেস্টার সিটিকে ফেভারিট হিসেবে ধরা যেতে পারে। কারণ আমরা বর্তমান চ্যাম্পিয়ন।"

"তবে পুরো মৌসুমের দিকে নজর দিতে হবে আমাদের। অন্য দলগুলো শক্তিশালী হয়ে উঠেছে। সব দলের জন্যই জেতা কঠিন হবে।"

"এটা যৌক্তিক যে, যেসব দল আমাদের বিপক্ষে আসবে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলবে। তারা যেকোনো ভাবে জিততে চাইবে। তারা আমাদের হারাতে আরও বেশি উজ্জীবিত থাকবে।"

লিগ শিরোপা ধরে রাখার জন্য নিজেদের করণীয়টাও সতীর্থদের মনে করিয়ে দিলেন ২১ বছর বয়সী জেসুস।

"গত মৌসুমে যা করেছিলাম আমাদের তাই করতে হবে। ভালো যা কিছু আমরা করেছিলাম এবং যা দুর্ভাগ্যজনকভাবে কাজে দেয়নি সেগুলো মনে রাখতে হবে। এগুলো থেকে শিখতে হবে এবং এবারের মৌসুমটা গত মৌসুম থেকে ভালো করতে হবে।”

আগামী রোববার আর্সেনালের মাঠে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে সিটি।