কোরিয়ায় তৃতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

এশিয়ান গেমস সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় খেলা প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। চোদাং বিশ্ববিদ্যালয় দলকে ৩-১ গোলে হারিয়েছে জেমি ডের শিষ্যরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2018, 12:18 PM
Updated : 6 August 2018, 12:18 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে দলের জয়ে একটি করে গোল করেন বিপুল আহমেদ, মতিন মিয়া ও রবিউল ইসলাম।

ম্যাচের সপ্তদশ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে বিপলুর গোলে সমতায় ফেরে দল। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

৭৮তম মিনিটে মতিন দলকে এগিয়ে নেওয়ার পর ৮১তম মিনিটে ব্যবধান আরও বাড়ান রবিউল। শিষ্যদের ধারাবাহিক উন্নতিতে খুশি কোচ জেমি ডে।

“বাংলাদেশ দল গত ম্যাচের চেয়ে আরও ভালো খেলেছে। দিনকে দিন ছেলেরা উন্নতি করছে। দলে কোনো চোট নেই। সবাই ভালো আছে।”

জাকার্তা-পালেমবাংয়ের এশিয়ান গেমস সামনে রেখে খেলা তিন প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গোয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেহান বিশ্ববিদ্যালয় দলকে হারায় ডের শিষ্যরা।

কোরিয়া থেকে আগামী ১১ অগাস্ট ইন্দোনেশিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। ১৪ অগাস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবেন সাদ-জাফররা। ‘বি’ গ্রুপে ডের দলের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।