আগুয়েরোর জোড়া গোলে কমিউনিটি শিল্ড ম্যানচেস্টার সিটির

প্রথম ফুটবলার হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে দুইশতম গোলের মাইলফলক ছুঁয়েছেন সের্হিও আগুয়েরো। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের দারুণ এই কীর্তির দিনে চেলসিকে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2018, 04:00 PM
Updated : 5 August 2018, 04:09 PM

ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় বিকালে ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন আগুয়েরো।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। ত্রয়োদশ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ফিল ফডেনের ছোট পাস পেয়ে ডি-বক্সে ঢুকে নিচু শটে মাইলফলকটি স্পর্শ করেন আগুয়েরো।

২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর থেকে গত সাত মৌসুমের চারটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ বার তার বেশি গোল করেছেন আগুয়েরো।

৫৮তম মিনিটে বের্নার্দো সিলভার পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। সিটির জার্সিতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের এটা ২০১তম গোল।

৭১তম মিনিটে আগুয়েরোর দুর্দান্ত ভলি ঠেকিয়ে দেন তার স্বদেশি গোলরক্ষক উইলি কাবাইয়েরো।

এর আগে সমান চারবার করে শিরোপাটি জিতেছিল দল দুটি। এবার চেলসিকে টপকে গেল সিটি। ১৯৩৭, ১৯৬৮, ১৯৭২ ও ২০১২ সালে আগের চারবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।