নিজের রেকর্ড ভাঙার স্বপ্ন হিগুয়াইনের

দুই বছর আগে নাপোলির হয়ে সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন গনসালো হিগুয়াইন। এসি মিলানের জার্সিতে নিজের সেই রেকর্ডই ভাঙতে চান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 05:48 PM
Updated : 4 August 2018, 06:09 PM

গত সপ্তাহে ইউভেন্তুস থেকে এক মৌসুমের জন্য ধারে মিলানে যোগ দেন হিগুয়াইন। চুক্তি অনুযায়ী ২০১৮-১৯ মৌসুম শেষে তাকে স্থায়ীভাবে কিনে নিতে পারবে সাতবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

২০১৫-১৬ মৌসুমে সেরি আয় নাপোলির হয়ে রেকর্ড ৩৬ গোল করেন হিগুয়াইন। ওই মৌসুম শেষেই তাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি দামে কিনে নেয় ইউভেন্তুস।

তবে সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে ভেড়ায় ইউভেন্তুস। তাতে হিগুয়াইনকে ছাপিয়ে পর্তুগিজ ফরোয়ার্ড হয়ে যান ক্লাবটির সবচেয়ে দামি খেলোয়াড়। আর এরপরই হিগুয়াইনকে ধারে মিলানে পাঠায় তুরিনের ক্লাবটি।

৩৬ গোলের পূর্বের রেকর্ড ভাঙাটা কঠিন হবে বলে মানছেন ইউভেন্তুসের হয়ে দুই মৌসুমে দুটি সেরি আ শিরোপা জেতা হিগুয়াইন। তবে আত্মবিশ্বাসের কমতি নেই তার।

“এটা খুব কঠিন হবে…তবে আপনি যখন নতুন অ্যাডভেঞ্চার শুরু করেন তখন আপনি নতুন চ্যালেঞ্জ পাবেন। তাই আমি চেষ্টা করব।”

“আমার উপর বিশ্বাস রাখায় আমি ক্লাবের পাশাপাশি সমর্থকদেরও খুশি করতে চাই। এই জার্সিতে আমি গুরুত্বপূর্ণ কিছু জিততে চাই।”