মোনাকোকে হারিয়ে ফরাসি সুপার কাপ পিএসজির

শিরোপা জয়ের আনন্দে নতুন মৌসুম শুরু করল পিএসজি। আনহেল দি মারিয়ার জোড়া গোলে মোনাকোকে উড়িয়ে টানা ষষ্ঠবারের মতো ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2018, 03:06 PM
Updated : 4 August 2018, 03:21 PM

চীনের শেনজেনে শনিবার ম্যাচটি ৪-০ গোলে জিতে পিএসজি। অন্য দুই গোলদাতা এনকুঙ্কু ও টিমোথি উইয়াহ। নতুন কোচ টমাস টুখেলের অধীনে এটাই তাদের প্রথম শিরোপা।

সব মিলিয়ে মোট আট বার এই শিরোপা জিতলো পিএসজি। স্পর্শ করলো এর আগে সর্বোচ্চ আটবার শিরোপাটি জেতা লিওঁকে।

ছুটি কাটিয়ে কয়েক দিন আগে ফেরা দুই ব্রাজিলিয়ান নেইমার ও মার্কিনিয়োসকে বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল। রাশিয়া বিশ্বকাপে আলো ছড়ানো কিলিয়ান এমবাপে ও কোয়ার্টার-ফাইনালে ওঠা উরুগুয়ের সর্বোচ্চ গোলদাতা এদিনসন কাভানি দলে ছিলেন না।

মোনাকো দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক রাদামেল ফালকাও ও ক্রোয়েশিয়ান গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।

ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে পিএসজি। ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন দি মারিয়া। আর ৪০তম মিনিটে স্তানলে নসোকির ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন এনকুনকু।

৬৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন টিমোথি। ৭৬ মিনিটে মার্কো ভেরাত্তির বদলি হয়ে মাঠে নামেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। যোগ করা সময়ে ব্যবধান ৪-০ করেন দি মারিয়া।

গত বছর এই মোনাকোকেই ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল পিএসজি।