মোনাকোকে হারিয়ে ফরাসি সুপার কাপ পিএসজির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2018 09:06 PM BdST Updated: 04 Aug 2018 09:21 PM BdST
শিরোপা জয়ের আনন্দে নতুন মৌসুম শুরু করল পিএসজি। আনহেল দি মারিয়ার জোড়া গোলে মোনাকোকে উড়িয়ে টানা ষষ্ঠবারের মতো ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি।
চীনের শেনজেনে শনিবার ম্যাচটি ৪-০ গোলে জিতে পিএসজি। অন্য দুই গোলদাতা এনকুঙ্কু ও টিমোথি উইয়াহ। নতুন কোচ টমাস টুখেলের অধীনে এটাই তাদের প্রথম শিরোপা।
সব মিলিয়ে মোট আট বার এই শিরোপা জিতলো পিএসজি। স্পর্শ করলো এর আগে সর্বোচ্চ আটবার শিরোপাটি জেতা লিওঁকে।

মোনাকো দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক রাদামেল ফালকাও ও ক্রোয়েশিয়ান গোলরক্ষক দানিয়েল সুবাসিচ।
ম্যাচের দুই অর্ধে দুটি করে গোল করে পিএসজি। ৩৩তম মিনিটে ফ্রি কিক থেকে বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেন দি মারিয়া। আর ৪০তম মিনিটে স্তানলে নসোকির ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন এনকুনকু।
৬৬তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন টিমোথি। ৭৬ মিনিটে মার্কো ভেরাত্তির বদলি হয়ে মাঠে নামেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। যোগ করা সময়ে ব্যবধান ৪-০ করেন দি মারিয়া।
গত বছর এই মোনাকোকেই ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল পিএসজি।
-
পরের মৌসুমে লিভারপুলেই থাকছি: সালাহ
-
নাদালের রেকর্ড ছোঁয়ার অভিযানে জোকোভিচের আরেক জয়
-
দেখিয়ে দিতে চান আজার
-
সালাউদ্দিনের ‘সিম্পল চাওয়া’
-
রোলাঁ গাঁরো থেকে বিদায় ইউএস ওপেনের বিস্ময় রাডুকানুর
-
রিয়ালের বিপক্ষে ইতিহাস গড়েই ভবিষ্যৎ নিয়ে ভাববেন মিনামিনো
-
চোটে কিংসের চার জনকে নিয়ে অনিশ্চয়তা
-
'ঘটনাচক্রে ফাইনালে আসিনি, লিভারপুলের জন্য রিয়াল প্রস্তুত'
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া