কোরিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়

এশিয়ান গেমস সামনে রেখে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 02:56 PM
Updated : 3 August 2018, 02:56 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সেহান বিশ্ববিদ্যালয় ফুটবল দলকে ২-১ গোলে হারায় বাংলাদেশ।

মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে ম্যাচের দশম মিনিটে সাদউদ্দিনের গোলে এগিয়ে যায় দল। ৬৯তম মিনিটে সমতায় ফেরে সেহান বিশ্ববিদ্যালয়। ৮৫তম মিনিটে আবু সুফিয়ান সুফিলের গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাকার্তা-পালেমবাংয়ের এশিয়ান গেমস সামনে রেখে খেলা তিন প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে গোয়াংজু এফসির কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জয়ের পর কোচ জেমি ডে জানান, দল উন্নতি করেছে।

“এই ম্যাচে বাংলাদেশ দল অনেক ভালো খেলেছে। আগের চেয়ে ছেলেরা অনেক ভালো খেলেছে এবং উন্নতি করেছে।”

ম্যাচে দলের আধিপত্য দেখে খুশি হলেও টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু সুযোগ নষ্ট নিয়ে হতাশা জানান।

“সেহান বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে আমরা খুবই ভালো খেলেছি, পুরোটা ম্যাচে আধিপত্য করেছি কিন্তু এ ম্যাচে অনেক সুযোগ নষ্ট করেছি। যদি আমরা অনেক সুযোগ নষ্ট না করতাম, তাহলে বড় ব্যবধানে জিততাম।”

আগামী সোমবার চোদাং বিশ্ববিদ্যালয় দলের বিপক্ষে তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দল।

দক্ষিণ কোরিয়া থেকে আগামী ১১ অগাস্ট ইন্দোনেশিয়ায় পৌঁছাবে বাংলাদেশ। ১৪ অগাস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবেন সাদ-জাফররা। ‘বি’ গ্রুপে ডের দলের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার।