২০২৩ পর্যন্ত সিটিতে জেসুস

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছেন গাব্রিয়েল জেসুস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ২০২৩ সাল পর্যন্ত থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2018, 10:03 AM
Updated : 3 August 2018, 10:03 AM

২০১৭ সালের জানুয়ারিতে ক্লাবটিতে নাম লেখানোর পর সব ধরনের প্রতিযোগিতায় ৫৩ ম্যাচে ২৪টি গোল করেন জেসুস। গত মৌসুমে পেপ গুয়ার্দিওলার অধীনে সিটির লিগ শিরোপা ও লিগ কাপ জয়ে বড় অবদান ছিল ২১ বছর বয়সী এই খেলোয়াড়ের।   

নিজেদের ওয়েবসাইটে শুক্রবার খবরটি নিশ্চিত করে সিটি কর্তৃপক্ষ।

নতুন চুক্তি প্রসঙ্গে ক্লাবটির ওয়েবসাইটকে জেসুস বলেন, "আমি বলতে পারি, ম্যানচেস্টার সিটিতে আসার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তটা আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কারণ এখানে আসার পর থেকে আমি পেশাদার ও ব্যক্তি হিসেবে উন্নতি করছি।"

নিজের এই চুক্তিতে সিটির কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানালেন জেসুস।

"আমার এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে পেপের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল, ক্লাবেরও ছিল। সিটি অনেক বড় একটা ক্লাব। এটা আরও বড় হচ্ছে। তাই সবকিছুর জন্য আমি কেবল ধন্যবাদ দিতে চাই।"

রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়ার পর এই সপ্তাহের শুরুতে সিটির অনুশীলনে ফিরেন জেসুস। রোববার কমিউনিটি শিল্ডের ম্যাচে এফএ কাপ জয়ী চেলসির মুখোমুখি হবে ক্লাবটি।