দলের গোলরক্ষকদের নিয়েই খুশি রিয়াল কোচ

চেলসির গোলরক্ষক থিবো কোর্তোয়াকে রিয়াল মাদ্রিদ দলে টানতে চায় বলে গুঞ্জন আছে। তবে সে বিষয়ে কথা বলতে নারাজ ক্লাবটির নতুন কোচ হুলেন লোপেতেগি। জানিয়েছেন, দলের বর্তমান গোলরক্ষকদের নিয়েই খুশি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 12:07 PM
Updated : 1 August 2018, 12:07 PM

চলতি দল বদলেই কর্তোয়া রিয়ালে যোগ দিতে পারে বলে সংবাদমাধ্যমের খবর। বিশ্বকাপে বেলজিয়ামের হয়ে ২৬ বছর বয়সী এই গোলরক্ষক দ্যুতি ছড়ানোর পর গুঞ্জনটা আরও জোরালো হয়েছে।

গ্রীষ্মকালীন দল-বদলের শেষ মাস চলছে। কিন্তু এ ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো খবর নেই। বরং প্রথম পছন্দের কেইলর নাভাস ও নতুন মুখ আন্দ্রি লুনিনসহ দলের বর্তমান গোলরক্ষকদের নিয়েই কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা লোপেতেগির।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে কর্তোয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে কিছু বলতে চাননি লোপেতেগি।

"যেসব খেলোয়াড় রিয়াল মাদ্রিদে নেই তাদের নিয়ে আমি কখনই কথা বলবো না।"

"আমাদের যেসব গোলরক্ষক আছে তাদের নিয়ে আমি রোমাঞ্চিত। যারা এই দলের অংশ নয় তাদের ব্যাপারে আমি কথা বলবো না।"

কর্তোয়ার সতীর্থ এদেন আজারের সঙ্গেও রিয়ালের যোগাযোগ আছে বলে গুঞ্জন আছে। অনেকের ধারণা, তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর শুন্যস্থান পূরণে চেলসির এই বেলজিয়ান ফরোয়ার্ডকে দলে টানতে পারে রিয়াল।