ইউভেন্তুসে রোনালদোর আসাটা অসম্ভব ভেবেছিলেন কিয়েল্লিনি

ইউভেন্তুসে ক্রিস্তিয়ানো রোনালদো নাম লেখাতে পারেন এমন গুঞ্জন শুরুতে বিশ্বাস করতে পারেননি জর্জো কিয়েল্লিনি। ক্লাবটির ইতালিয়ান এই ডিফেন্ডারের কাছে বিষয়টা 'অসম্ভব' ঠেকছিল। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2018, 06:39 AM
Updated : 31 July 2018, 06:39 AM

রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে সম্প্রতি ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইউভেন্তুসে আসা রোনালদো সোমবার ক্লাবটির হয়ে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেন। 

মে মাসে রিয়ালের টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পরই ক্লাবটি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন ৩৩ বছর বয়সী রোনালদো।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর এমন দল-বদল প্রসঙ্গে কিয়েল্লিনি বলেন, "(প্রথমবার রোনালদোর ব্যাপারে শুনে) আমি আমার বন্ধুদের বলেছিলাম, 'নাহ, এটা অসম্ভব।' একদিন পর, আমি ভাবলাম হয়তো এটা সম্ভবও হতে পারে।”

"আমাদের কোচ আমাদের পরিচালক এটাকে বাস্তব করলো। ইউভেন্তুস বেড়ে উঠছে…বছরের পর বছর। ক্রিস্তিয়ানোর মতো একজন চ্যাম্পিয়নকে আমাদের দরকার।"

"আমরা উজ্জীবিত। আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। পরিচালক, বিপণন ব্যবস্থাপক, খেলোয়াড়রা- ক্লাবের সব অংশই ক্রিস্তিয়ানোর সঙ্গে উন্নতি করতে প্রস্তুত। আমরা আশা করি, আমাদের লক্ষ্য অর্জনে সে আমাদের সহযোগিতা করতে পারবে।”