অভিষেকে আর্থারের গোলে খুশি বার্সেলোনা কোচ

বার্সেলোনার হয়ে অভিষেক ম্যাচেই গোল করা আর্থার মেলোকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে। প্রথম ম্যাচেই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এমন পারফরম্যান্স দেখে তিনি ভীষণ খুশি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2018, 10:00 AM
Updated : 29 July 2018, 10:08 AM

বাংলাদেশ সময় রোববার সকালে ক্যালিফোর্নিয়ায় প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারকে ৫-৩ গোলে হারায় বার্সেলোনা।

ম্যাচের শুরুতে মুনির এল হাদ্দাদির গোলে এগিয়ে যায় লা লিগা চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন অভিষিক্ত আর্থার। দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম দারুণভাবে ঘুরে দাঁড়ালে ২-২ ড্রয়ে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

সম্প্রতি চার কোটি ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও থেকে আর্থারকে দলে টানে বার্সেলোনা। অভিষেক ম্যাচেই ২১ বছর বয়সী এই ফুটবলারের খেলায় মুগ্ধ ভালভেরদে।

"সে এমন একজন খেলোয়াড় যে আমাদেরকে অনেক কিছু দিতে পারবে। সে দেখিয়েছে যে, সে জানে কিভাবে বল পেতে হয় এবং আমাদের কিভাবে পথ বাতলে দিতে হয়।"

"গোল করার মতো জায়গায় গোল করতে কিভাবে এগিয়ে যেতে হয় সে সেটাও দেখিয়েছে।…দারুণ হয়েছে তার অভিষেক। সে খুবই উজ্জীবিত।"