আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত এক গোলে ফ্রান্সকে সমতায় ফিরিয়েছিলেন বাঁজামাঁ পাভার্দ। শেষ ষোলোর ম্যাচের সেই গোলই ফুটবলপ্রেমীদের ভোটে রাশিয়া বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে।
Published : 26 Jul 2018, 09:53 AM
আরেক ডিফেন্ডার লুকা এরনঁদেজের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে জালে পাঠান পাভার্দ। ফিফার ওয়েবসাইটে সেরা গোল বাছাইয়ে প্রায় ৩০ লাখ ফুটবল ভক্ত ভোট দিয়েছেন। সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছে পাভার্দের সেই গোল।
ম্যাচ শেষে ২২ বছর বয়সী পাভার্দ বলেছিলেন, তিনি গোলের কথা ভাবেননি, শুধু শটটা নিচে রাখতে চেয়েছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স।
দ্বিতীয় সেরা নির্বাচিত হয়েছে জাপানের বিপক্ষে কলম্বিয়ার হুয়ান কিনতেরোর বুদ্ধিদীপ্ত ফ্রি-কিক থেকে করা গোল। আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে দূরপাল্লার শটে করা লুকা মদ্রিচের গোলটি হয়েছে তৃতীয়।