ম্যানইউতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে ব্রাজিলের ফ্রেদ

ম্যানচেস্টার ইউনাইটেডে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেদ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারেন বলে মনে করেন ক্লাবটির কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 10:32 AM
Updated : 25 July 2018, 10:32 AM

গত মাসে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নাম লেখান ফ্রেদ। ২৫ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে টানতে ইউনাইটেডের ৫ কোটি পাউন্ডের বেশি খরচ হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে।

গত মৌসুম শেষে ইউনাইটেডের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন মিডফিল্ডার মাইকেল ক্যারিক। আগামী মৌসুমে দলে তার শূন্যতা পূরণে ফ্রেদ ভালো একটা সংযোজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই খেলোয়াড় ক্লাবটিতে ভিন্ন কিছু যোগ করবে বলে বিশ্বাস মরিনিয়োর।

সাংবাদিকদের ইউনাইটেড কোচ বলেন, "নেমানিয়া মাতিচ, মারোয়ান ফেলাইনি, পল পগবা, এমনকি আন্দের এররেরা শারীরিকভাবে শক্তিশালী খেলোয়াড়।"

"আমরা মনে করি, দলে ফ্রেদের মতো কৌশলী ও অল্প জায়গায় বল দেওয়া নেওয়ায় অনেক দক্ষ একজন ফুটবলার আক্রমণভাগের খেলোয়াড়দের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে।"

"সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে, তবে দেখা যাক। মাইকেল ক্যারিক মাইকেল ক্যারিকই। তার কোনো উত্তরসূরি নেই।"