বার্সায় যোগ দিয়ে মালকমের স্বপ্ন পূরণ

ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্তই ছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে বার্সেলোনায় যোগ দিয়েছেন মালকম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, কাম্প নউয়ে পা রেখে তার শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2018, 09:20 AM
Updated : 25 July 2018, 09:20 AM

ফ্রান্সের বোর্দো থেকে মালকমকে কিনতে চার কোটি ১০ লাখ ইউরো খরচ হয়েছে বার্সেলোনার। কাম্প নউয়ে পাঁচ বছর থাকার চুক্তি করবেন তিনি।

অন্যদিকে মালকমকে দলে টানতে এর আগেই সমঝোতায় পৌঁছেছিল রোমা। এখন এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইতালির দলটি।

এসব নিয়ে না ভেবে বার্সেলোনার হয়ে দারুণ কিছু করার স্বপ্নই দেখছেন মালকম।

বার্সা টিভিকে ২১ বছর বয়সী এই ফুটবলার বলেন, “এটা একটা অনন্য অভিজ্ঞতা। আমি সত্যিই খুশি। বিশ্বের বৃহত্তম ক্লাবগুলির মধ্যে একটিতে আসার স্বপ্নটা সত্যি হলো।”

“আমি আশা করি, সমর্থকদের খুশি করতে পারব। সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য আমি অনেক উন্মুখ হয়ে আছি। আমি তাদের সঙ্গে কথা বলতে এবং আমরা যেভাবে খেলি সে সম্পর্কে আরও জানতে চাই।”

“আমি খুবই রোমাঞ্চিত এবং শুরু করতে আমার তর সইছে না। অনুভুতিটা বর্ণনা করা কঠিন। আমার শৈশবের স্বপ্ন সত্যি হয়েছে।”

জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা মালকম ২০১৬ সালে করিন্থিয়ান্স থেকে বোর্দোয় যোগ দিয়েছিলেন। শেষ মৌসুমে লিগ ওয়ানে ১২টি গোল করেন তিনি।