ব্যালন ডি’অরে মেসির চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন এমবাপে

এবারের ব্যালন ডি’অরের জন্য নিজের করা সেরা পাঁচ ফেভারিটের তালিকায় বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসিকে রাখেননি কিলিয়ান এমবাপে। পাঁচবারের জয়ীর চেয়ে বরং নিজেকেই এগিয়ে রাখছেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2018, 08:21 AM
Updated : 24 July 2018, 08:21 AM

১৯ বছর বয়সী এমবাপে রাশিয়া বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেন। তার দল ফ্রান্সও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে।

গত এক দশক ধরে ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিচ্ছেন মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। পুরস্কার জেতার দৌড়ে এবার আছেন এমবাপেও।

নিজের করা তালিকায় ইউভেন্তুসে যোগ দেওয়া রোনালদো, রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সতীর্থ রাফায়েল ভারানে এবং ক্লাব সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে রাখা এমবাপে শেষে যোগ করেন নিজের নামটাও।

“তালিকা পূরণ করতে হলে আমি মনে করি নিজের নামটাকেও সেখানে রাখব।”

গত বছর ব্যালন ডি’অরে সপ্তম হয়েছিলেন এমবাপে। রোনালদো ও মেসির পেছনে থেকে তৃতীয় হয়েছিলেন নেইমার।